ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কাপ জিতেও হতাশা বার্সায়   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ২২ এপ্রিল ২০১৮

সেভিয়াকে হারিয়ে টানা চতুর্থ কোপা দেল রে জিতল বার্সেলোনা। ১২ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানদের সামনে এবার লা লিগা শিরোপার হাতছানি। এমন অর্জনকে সামনে রেখে রোমাঞ্চিত থাকার কথা বার্সেলোনার। অথচ, চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ভুলতে পারছেন না মেসি-সুয়ারেসরা।    

শনিবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় জোড়া গোল করা সুয়ারেস জানালেন, কোপা দেল রে জয় চ্যাম্পিয়নস লিগে বার্সার ব্যর্থতা ঢাকতে পারবে না। ৪-১ গোলে এগিয়ে থেকেও রোমার মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে বিদায় নেওয়ার দুঃখ এখনও মন থেকে মুছে ফেলতে পারছে না দল।

সেভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতে ৩০তম কোপা দেল রে জিতেছে বার্সা। মৌসুম যেভাবে শেষ হচ্ছে তাতে মিশ্র অনুভূতি বার্সার খেলোয়াড়দের মনে। শনিবার ম্যাচ শেষ হওয়ার পর সুয়ারেস বলেছেন, ‘পরিস্থিতি ছিল কঠিন। আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতেই হতো। রোমে যা হয়েছে, সেটা ঢাকতে পারবে না এই শিরোপা। কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি ট্রফি।’  

উরুগুয়ান স্ট্রাইকার বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমাদের সব (ঘরোয়া দ্বৈত শিরোপা) জেতার ইচ্ছা ছিল। এটা করতে অনেক যোগ্যতা লাগে। লা লিগায় অনেক ম্যাচ এবং প্রত্যেকে চায় কোপা জিততে।’  চ্যাম্পিয়নস লিগে বিদায় এখনও কষ্ট দেয় তাদের, ‘চ্যাম্পিয়নস লিগে বিদায়ের অনুভূতি একেবারে অদ্ভুত। আমরা আরও অনেক দূরে যেতে পারতাম, এই অনুভূতি এখনও আছে।’

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি